নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: শনিবার ১৮,জানুয়ারি :: পূর্ব মেদিনীপুরের কাঁথির মন্দিরে অভিনব চুরি হলো। চোর ঠাকুরের গয়না গাটি, থালা-বাসন, দামী পূজার সামগ্রী সুন্দর করে গুছিয়ে রেখে গেছে। প্রণামী বাক্সের টাকায় বিন্দুমাত্র হাত দেয়নি। কিন্তু বিপদতারিনী দুর্গা দেবীর মূর্তি চুরি করে নিয়ে গেছে। এমন অদ্ভুত চুরির ঘটনায় অবাক স্থানীয়রা।
কান্নায় ভেঙে পড়েছে কাঁথির সঞ্জীব ভট্টাচার্যের পরিবার। তাঁদের বাড়ির মন্দিরেই এমন অভিনব চুরি হয়েছে। এই মন্দির প্রায় দেড়শ বছরের পুরনো। তাদের আর্তি গয়না গাটি নিয়ে যাক কিন্তু মাকে ফেরত দিয়ে যাক চোর। চোর যদি স্বসম্মানে এসে মার মূর্তি ফেরত দেয়, তাকে আরও কিছু টাকা এবং পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে এই পরিবার ।
ইতিমধ্যে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গভীর রাতে এই ঘটনা ঘটিয়েছে চোর। সঞ্জীব ভট্টাচার্য নিজেই ছোট থেকে পূজারির কাজ করতেন। এখন মাকে না পেয়ে বড্ড অসহায়। কাঁদতে কাঁদতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর স্ত্রী পরিবারের চোখেও জল।একবার এই ভট্টাচার্য বাড়ির বড় ছেলে ঝগড়াঝাঁটি করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তাতেও চোখের জল ফেলেন নি ভট্টাচার্য দম্পতি।
কিন্তু বিপত্তারিণী মায়ের মূর্তি নিয়ে চলে যাওয়ায় চোখের জলে ভেঙে পড়েছে পুরো পরিবার। প্রতি বছর ঘটা করে মায়ের অনুষ্ঠান হয় । এ বছর কি নিয়ে অনুষ্ঠান করবেন ? এ কথা ভেবে মাথায় হাত সকলের। কাঁথি থানার পুলিশ এই মন্দিরের মূর্তি চুরির তদন্তে নেমেছে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ চুরির কিনারা করার চেষ্টা করছে।