কোচবিহার:- পুলিশের মারে মৃত্যু হলো এক ৫৫ বছরের মহিলার বলে অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ১৮,জানুয়ারি :: পুলিশের মারে মৃত্যু হলো এক ৫৫ বছর মহিলার বলে অভিযোগ । ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে কোচবিহার হরিণ চওড়া এলাকায়। মৃত মহিলার নাম অমিয়া বিবি (৫৫) ।

অভিযোগ এই পরিবারেরই তিনজনকে গতকাল রাতে আটক করে নিয়ে যায় পুলিশ । পরিবারের অভিযোগ গত বৃহস্পতিবার হরিণচওড়া বাঁধের এলাকায় পুলিশের গাড়ির চালকের সাথে পরিবারের সদস্য আমজাদ আলী কোন এক বিষয় নিয়ে বচসা বাধে । এরপরেই দেখা যায় শুক্রবার রাত প্রায় বারোটার পর হঠাৎই প্রচুর সংখ্যক পুলিশ আমিয়া বিবির বাড়িতে হামলা চালায় ।

পরিবারের তিনজন আমজাদ আলী, তার ভাই এমজাদ আলী ও তার বাবা হাফেজ আলীকে আটক করে নিয়ে যায় । বাড়ির মহিলাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ । আর এই মারধরেই আমিয়া বিবির মৃত্যু হয় বলে দাবি পরিবারের । এরপরেই পরিবারের লোকজন পুলিশের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভের সামিল হয়েছে ।

পুলিশের সঙ্গে কথা বলে পর অবরোধকারীরা প্রায় দু’ঘণ্টা অবরোধের পর অবরোধ তুলে নেয় । তবে তাদের দাবি যে সমস্ত পুলিশ অফিসার গতকাল রাতে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দিতে হবে। যদি তা না হয় তাহলে তারা আবারো পথ অবরোধে শামিল হবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 2 =