বাড়ির মধ্যে বাঘের বিশ্রাম, আতঙ্কে এলাকার মানুষ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মৈপিঠ :: রবিবার ১৯,জানুয়ারি ::   গৃহস্থের বাড়ির মধ্যে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কিত কুলতলীর মৈপিঠ কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের মধ্য গুড়গুড়িয়ার জন্মেজয় গিরির পরিবার।

গতকাল কুলতলীর কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের মধ্য গুড়গুড়িয়ার জন্মেজয় গিরি তার পুত্রবধূ দেবিকা গিরি গতকাল রাত আটটা কুড়ি মিনিট নাগাদ বাড়ির মধ্যে শুয়ে ছিলেন আর সেই মত অবস্থায় বাঘ তাদের বাড়ির মধ্যে গিয়ে হুংকার দিতে থাকে আর তাতেই তারা জড়সড়ো হয়ে যায়

বিশেষ করে জঙ্গল সংলগ্ন এলাকায় এবং প্রতিনিয়ত মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করার জন্য বাঘের গতিবিধি তাদের একটু জানা থাকায় তাই ভাগ্যে চক্রে ঈশ্বরের কৃপায় তারা প্রাণে বাঁচে। এখনো আতঙ্ক কাটছে না মধ্য গুড়গুড়িয়ার গিরি পরিবারে সদস্যদের।

তাদের হাড়হিম করা কাহিনী বললে ভুল হবে তাদের করুন অবস্থা তাদের মুখের এবং তাদের চোখেমুখে যে ভয়ের আতঙ্কের ছায়া ফুটে উঠছে। বারে বারে সুন্দরবনের জঙ্গলের বাঘ আসছে লোকালয়ে এমনকি বাড়ির মধ্যে বাঘের হানা।

এই প্রথম এতবার কুলতলিতে বাঘ । সুন্দরবনের রায়দিঘি রেঞ্জের ৪৭ কিলোমিটার ফেন্সিং নেট থাকলেও এই মুহূর্তে তা অকেজো।দেবিকা গিরি বলেন হঠাৎ বাসন পড়ার শব্দ শুনে বাইরে এসে দেখি কেউ একজন পালিয়ে যাচ্ছে, আলো জ্বালিয়ে দেখতে পায় বাঘের পায়ের নখের আঁচড়। বাড়ির পাশের জঙ্গলে দেখা গিয়েছে বাঘের পায়ের ছাপ ।

আতঙ্কে শিটিয়ে রয়েছেন পরিবারের সদস্যরা, অভিযোগ একা একবার নয় একাধিকবার এই গ্রামে বাঘ আসে বনদপ্তরের কাজে অসন্তুষ্ট গ্রামের মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 3 =