নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উড়িষ্যা :: রবিবার ১৯,জানুয়ারি :: ভয়াবহ দুর্ঘটনা ওড়িশার ডালমিয়া সিমেন্ট কারখানায়। কাজ চলাকালীন লোহার ভারী কাঠামো ভেঙে তার নিচে চাপা পড়লেন ৮ জন শ্রমিক। মর্মান্তিক এই ঘটনায় একাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে অ্যাম্বুল্যান্স, দমকল ও পুলিশ আধিকারিকরা।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দুর্বল অবস্থায় ছিল কাঠামোটি। বারবার কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। যার জেরেই এই দুর্ঘটনা। শ্রমিকদের দাবি, অবিলম্বে কারখানার ব্যবস্থাপক, শিফট ইনচার্জ এবং নিরাপত্তা ইনচার্জকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক। এবং শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসার ব্যবস্থা করা হোক।