সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: আবারোও সুন্দরবনের নদীতে ভেসে এল হরিণের মৃতদেহ । এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে । ঘটনাটি ঘটেছে সুন্দরবনের কুলতলি ব্লকের মৈপীঠ উপকূলের কাছে মাতলা নদীতে । স্থানীয় গ্রামবাসীরাই নদীতে হরিণের মৃতদেহ ভেসে আসতে দেখে ।
তারা তড়িঘড়ি খবর দেয় স্থানীয় বনবিভাগের অফিসে । খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে আসে। তারা নদী থেকে হরিণের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুলতলি বিট অফিসে পাঠায়। ময়নাতদন্তে জানা যায়, হরিণটি অন্তঃসত্ত্বা ছিল। হরিণটির গলায় নখ এবং দাঁতের দাগ দেখে বনকর্মীদের অনুমান, বাঘের কামড়ে মৃত্যু হয়েছে পূর্ণবয়স্ক ওই স্ত্রী হরিণটির।
এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার ডিএফও মিলন মণ্ডল জানান বাঘের কামড়েই হরিণটির মৃত্যু হয়েছিল। পরে সেটা মাতলা নদীতে ভেসে আসে। হরিণটি অন্তঃসত্ত্বাও ছিল। এর আগেও বাঘের কামড়ে একাধিক মৃত হরিণ ও বন্য শূকরের দেহ ভাসতে দেখা গিয়েছে নদীতে এবং পরে তা উদ্ধার করেছে বনকর্মীরা ।