নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৯,জানুয়ারি :: পাঁচ বছর সম্পূর্ণ হল মালদা রামকৃষ্ণ মিশনের আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্রের। এই উপলক্ষে তিন দিনব্যাপী বিনামূল্যে আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবা দেওয়া হবে, রোগীদের রামকৃষ্ণ মিশনের চিকিৎসা কেন্দ্র থেকে। এদিন রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
উপস্থিত ছিলেন মালদহ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী, জলপাইগুড়ি জেলার আয়ুষ ডিএমও কল্যাণ মুখোপাধ্যায়, সহ অন্যান্য বিশিষ্টরা। শনিবার সন্ধ্যায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়। সোমবার পর্যন্ত চলবে।
প্রতিদিন বিকেলে আয়ুর্বেদিক বিশিষ্ট চিকিৎসক বসবেন রোগী দেখবেন এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হবে। মূলত রামকৃষ্ণ মিশনের স্বাস্থ্যকেন্দ্রে সপ্তাহে একদিন করে এই আয়ুর্বেদিক ক্লিনিক চলে।