নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ১৯,জানুয়ারি :: আসানসোলের জুবলি মোড় থেকে রুনাকুড়া ঘাট রাস্তার নুনি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। বিজেপি নেতৃত্বের অভিযোগ সারা শিল্পাঞ্চলে যে ভাবে প্রতিদিন নিত্যযাত্রীদের পথ দুর্ঘটনা স্বীকার হতে হচ্ছে
এবং তার সাথে সাথে বারাবনি এলাকার জুবলির থেকে রুনাকুড়া ঘাট যাওয়ার রাস্তার এত ব্যস্ততম ও এই রাস্তায় ভারী যান চলাচল বেপরোয়া ভাবে বেড়েছে এর ফলে তিনদিন পর পর চারজনের দুর্ঘনায় মৃত্যু ঘটেছে।
কিন্তু প্রশাসন নিশ্চুপ নিরুপায়।এর প্রতিবাদে আসানসোলের উত্তর থানার অন্তর্গত নুনি মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় রাস্তায় বসে। প্রায় এক ঘন্টা এই রাস্তা অবরোধ চলে। যদিও পুলিশ এই রাস্তা অবরোধ উঠাতে এলে বিজেপির নেতৃত্ব কর্ম সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়।