সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: সোমবার ২০,জানুয়ারি :: ফের আক্রান্ত পুলিশ। রবিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে জুয়ার ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত একাধিক পুলিশ কর্মী। আহত পুলিশ কর্মীদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
গত বুধবার থেকে শাঁকশহরে বাবন পীরের মেলা শুরু হয়েছে। অভিযোগ, সেখানেই জুয়ার আসর বসানো হয়। জুয়ার ঠেক কে বা কারা তৈরি করেছিল, সে ব্যাপারে তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।নানা সময় উত্তপ্ত হয়েছে ভাঙড়। এই নিয়ে একাধিকবার উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভাঙড় থানাকে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে। তারপরও যে ভাঙড়ের পরিস্থিতি বিশেষ বদলায়নি।জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হতে হল পুলিশকেই। ঘটনায় নাম জড়িয়েছে শাসকদলের। তৃণমূলের দুই কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।সূত্রের খবর, স্থানীয় এক তৃণমূল নেতার সামনেই পুলিশের উপর হামলা হয়েছে বলে অভিযোগ।
পুলিশ দুজনকে আটক করার চেষ্টা করতেই হামলা। পুলিশের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এদিকে ধরপাকড় শুরু হতেই তাদের ছিনিয়ে নিয়ে চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। ভাঙরের বিধায়ক শওকত মোল্লা গোটা ঘটনার ব্যাপারে খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ভাঙড় ১ পঞ্চায়েতের সহ-সভাপতি এম এম শফি আহমেদ ওরফে শুভর অনুগামীদের বিরুদ্ধে পুলিশকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের মারধর করা হয়েছে বলে অভিযোগ।
ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আহত পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের চিকিৎসার জন্য নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। ঘটনায় দুজন তৃণমূল কর্মীকে আটক করেছে ভাঙড় থানার পুলিশ।