বাথরুম তৈরি করা নিয়ে বচসা ৷ ভাইয়ের হাতে আক্রান্ত দাদা ৷

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: মঙ্গলবার ২১,জানুয়ারি :: বাথরুম তৈরি করা নিয়ে বচসা ৷ ভাইয়ের হাতে আক্রান্ত দাদা ৷ শাবল দিয়ে দাদার মাথায় আঘাত ৷ গুরুতর আহত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বাড়ি লাগোয়া ফাঁকা জায়গায় চাষের কাজ করছিলেন বাকইপুরের চম্পাহাটি এলাকার বাসিন্দা পাপ্পু সিং ৷ সেইসময় ঐ ফাঁকা জায়গায় ভবিষ্যতে বাথরুম তৈরি করার ব্যাপারে মনস্থ করেন তিনি ৷ এই বিষয়টি তিনি জানালে তা নিয়ে শুরু হয় বিবাদ ৷ সেইসময় তার ভাই ভোলা সিং ও তার স্ত্রী রোবিয়া নস্কর তার উপর হামলা চালায় ৷

প্রথমে ধাক্কাধাক্কি করে ও মারধোর করে ৷ তারই মধ্যে বাড়ি থেকে শাবল নিয়ে এসে মাথায় মারে বলে অভিযোগ ৷ ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না ৷ শাবলের আঘাতে অচৈতন্য হয়ে পড়ে যান তিনি ৷ পরে তাকে বাড়ির লোকেরা এসে উদ্ধার করে ৷ এই ঘটনায় ভাইয়ের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত দাদা ৷ তার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 4 =