নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাসন্তী :: মঙ্গলবার ২১,জানুয়ারি :: বাসন্তিতে নাবালিকার রহস্যমৃত্যু। জানা গেছে ১২ দিন নিখোঁজ থাকার পর চাষের জমিতে ওই নাবালিকার পচাগলা দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার উত্তর চুনাখালি এলাকায়।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার উত্তর চুনখালি গ্রামে চাষের জন্য জমিতে লাঙ্গল দেওয়া হচ্ছিল ট্রাক্টর দিয়ে। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাত্ই ট্রাক্টর চালক দেখতে পান জমিতে মাটির মধ্যে থেকে একটি হাত বেরিয়ে রয়েছে।
চালক তড়িঘড়ি গ্রামের মানুষজনকে খবর দেন। ছুটে আসে গ্রামের মানুষজন, পুলিস। শেষ পর্যন্ত মাটি খুঁড়ে বের করা হয় নাবালিকা ছাত্রীর দেহ।স্থানীয় সূত্রে খবর, মৃত ওই ছাত্রীর নাম উর্মিলা সদ্দার। স্থানীয় রামকৃষ্ণ মিশনের অষ্টম শ্রেণির ছাত্রী। বেশ কিছুদিন আগে সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানায়, প্রচুর খোঁজ তল্লাশি চলে।
তারপর সোমবার হঠাত্ চাষের জমির মাটি খুঁড়ে উদ্ধার হয় উর্মিলার দেহ। ওই ছাত্রীকে কেউ ধর্ষণের পর খুন করে পুঁতে রেখেছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ।পুলিশের এক আধিকারিক জানান, ঘটনার তদন্ত চলছে। এখনই কিছু বলা সম্ভব নয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।