সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২২জানুয়ারি :: আবার ডাকাতির ঘটনা আটকে দিল ভক্তিনগর থানার পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রে পেয়ে অভিযান চালায় পুলিশ, চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,
রবিবার রাতে অ্যান্টি ক্রাইম উইং এর নিকট খবর পৌঁছায় সেবক রোডে পিসি মিত্তাল বাস টার্মিনাস এলাকাতে ১০ জন দুষ্কৃতী জড়ো হয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের পর পুলিশ সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
তবে পুলিশের অভিযানের আঁচ পেয়ে কয়েকজন সেই জায়গা থেকে পালিয়ে যায়। পুলিশের হাতে ধরা পড়ে যায় চার দুষ্কৃতি। ধৃতদের নাম পরিমল ঘোষ, রাম দাস, রবি প্রধান এবং বিকি নাগ।
ধৃতদের মধ্যে পরিমল ঘোষের বাড়ি ইসকন মন্দির এলাকায়। রাম দাসের বাড়ি খোলা চাঁদ ফাপড়ী এলাকায়। রবি প্রধানের বাড়ি ছোটা ফাপড়ি এলাকায়। বিকি নাগের বাড়ি দুর্গানগর কলোনিতে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা বিভিন্ন সরঞ্জাম সরঞ্জাম।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করবার পর পুলিশ জানতে পেরেছে সেবক রোডে ডাকাতির ছক ছিল তাদের। পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া দুষ্কৃতিদের নাম ঠিকানা যোগাড় করে তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।