নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বকুলতলা :: বুধবার ২২জানুয়ারি :: মঙ্গলবার গভীর রাতে রাস্তার পাশ থেকে ভেসে আসছে গোঙানির শব্দ। স্থানীয়রা শব্দ অনুসরণ করে কাছে গিয়ে দেখেন রক্তে ভেসে যাচ্ছে এক মহিলা। চারিদিকে ক্ষতবিক্ষত শরীর অঝরে ঝরিয়ে পড়ছে রক্ত। এরপর স্থানীয়রা খবর দেয় বকুলতলা থানাতে।
ঘটনাস্থলে বকুলতলা থানার পুলিশ এসে আহত ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসা করানোর জন্য নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মঙ্গলবার গভীর রাতে বকুলতলা থানার অন্তর্গত হাতচাপড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে বকুলতলা হাট থানার হাতচাপড়ি এলাকায় রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত পরিচয় মহিলাকে উদ্ধার করে স্থানীয়রা এবং পুলিশ কর্মীরা। স্থানীয়রা দেখতে পায় রক্তাক্ত অবস্থায় এক মহিলা রাস্তার পাশে লুটিয়ে রয়েছে এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় বকুলতলা থানাতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বকুলতলা থানার পুলিশ
ক্ষতবিক্ষত ওই মহিলাকে উদ্ধার করে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর আনুমানিক ৩.৩০ মিনিট নাগাদ ওই মহিলা মারা যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বকুলতলা থানা এলাকার হাতচাপড়ি এলাকায় রাস্তার পাশে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় এক মহিলার কে উদ্ধার করে এরপর খবর দেয়া হয় বকুলতলা থানাতে।
বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন ওই মহিলার মৃত্যু হয়।
ওই মহিলা নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সম্পূর্ণ বিষয় নিয়ে তদন্ত নেমেছে বকুলতলা থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছ ।