নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: বুধবার ২২জানুয়ারি :: জোরপূর্বক এক নাবালিকাকে বিয়ে করার অভিযোগ উঠলো এক বৃদ্ধ সহ ৮ জনের বিরূদ্ধে। ঘটনায় নদিয়ার নবদ্বীপ থানার বড়ালঘাট এলাকা থেকে এই বিবাহ দেওয়ার মূল উদ্যোক্তা মহিলাকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ। ধৃত মহিলা কৃষ্ণনগর কোতোয়ালি থানার দিগনগর ব্রাহ্মননগরের বাসিন্দা মাধবী ঘোষ।
তার বিরুদ্ধে পস্কো ও চাইল্ড ম্যারেজ ধারায় মামলা রুজু করে কৃষ্ণনগর বিশেষ আদালতে পেশ করে পুলিশ,সূত্রের খবর গত ১৬জানুয়ারি নবদ্বীপ থানার মায়াপুর ইদ্রাকপুর এলাকায় এক ১৪ বছরের নাবালিকাকে জোরপূর্বক বিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ধৃত মহিলা সহ মোট ৮ জনের বিরুদ্ধে।
ঘটনায় মঙ্গলবার নাবালিকার দিদি, মূল অভিযুক্ত ধৃত মহিলা সহ ৮ জনের বিরুদ্ধে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ বুধবার সকালে শহরের বড়ালঘাট থেকে ওই মহিলাকে গ্রেফতার করে।নদিয়ার নবদ্বীপের ইদ্রাকপুরের মাঝের পারা এলাকায় গত ১৬ তারিখ ইদ্রাকপুর এলাকার এক ৪৫ বছর বয়সি বৃদ্ধ বুদ্ধদেব ঘোষ ,দিগনগরের এক নাবালিকাকে বাড়িতে এনে তুলসী তলায় বিয়ে করে ।
এরপর সেই নাবালিকা মেয়েটির দিদি নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করলে নবদ্বীপ থানার পুলিশ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে ।নাবালিকা মেয়েটির দিদি জানায় গত ১৬ তারিখ নাবালিকা মেয়েটির ঠাকুমা এবং মাসি তার দিদা বাড়িতে নিয়ে যাবার নাম করে ঐ বৃদ্ধ ব্যাক্তির সাথে নাবালিকা মেয়েটিকে ছেলের বাড়ির তুলসিতলায় বিয়ে দেয় ।
এরপরই নাবালিকার দিদি খবর পেয়ে সেই বৃদ্ধের বাড়িতে পৌছায় এবং নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করে বলে জানা গেছে । ইতিমধ্যে দুই পরিবারের মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে নবদ্বীপ থানায়। বাকিদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।