নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২৩,জানুয়ারি :: শেহারা বাজারের এক লজে বিয়ে বাড়ির ফুল সাজানোর কাজে এসে গলায় কাপড়ের ফাঁস লাগিয়া আত্মঘাতী হলো এক যুবক। মৃত যুবকের নাম চণ্ডীচরণ সাঁতরা বয়স ২৪বছর। হুগলির সাহাপুরে তার বাড়ি হোটেলের ঘর থেকে ওই যুবককে দেহ উদ্ধার করে সেহারা বাজার ফাঁড়ির পুলিশ।
দেহ উদ্ধার করে পুলিশ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকে তাকে মৃত বলে ঘোষণা করে। সঙ্গে থাকা তার সহকর্মীরা জানিয়েছে রাতে ফোনে কথা হচ্ছিল কার সঙ্গে পরে এসে একা একটি ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে নেয় ।
সকালে দরজার কড়া নাড়ালে তার কোন সাড়া শব্দ পাওয়া না গেলে জানলা দিয়ে দেখা যায় সে ঝুলছে, তৎক্ষণাৎ ওই লজের মালিকের কাছ থেকে চাবি এনে দরজা খুলে তার ঝুলন্ত মৃতদের উদ্ধার করে শেয়ারা বাজার পুলিশ।