সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২৩,জানুয়ারি :: কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গনে একুশে জানুয়ারি থেকে শুরু হয়েছে সৃষ্টিশ্রী মেলা। গোটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে
অনেকেই এসেছেন এখানে বিভিন্ন জিনিসের স্টল নিয়ে। আচার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম হস্তশিল্পের সম্ভার রয়েছে এই মেলায়। দুপুর বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত প্রত্যেকদিন খোলা থাকছে এই মেলা।