কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৩,জানুয়ারি :: চাচোল ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বীর যোদ্ধা নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৮তম জন্ম জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার মহৎ দিনে নেতাজির পূর্ণ মূর্তি উন্মোচিত হল মালদহের চাঁচল ১ ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
সেখানে খরবা ফাঁড়ির প্রবেশদ্বারে নেতাজির পূর্ণ মূর্তি বসানো হয়। উন্মোচন করেন চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডু সঙ্গে ছিলেন খরবা ফাঁড়ির ওসি সুজিত কুমার মন্ডল,খরবা গ্রাম পঞ্চায়েতের প্রধান রেহানা পারভিন,উপপ্রধান মলয় বসাক,চাঁচল ১ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ রাকিব হোসেন সহ পঞ্চায়েতের অন্যান্য জনপ্রতিনিধিরা।
মূলত খরবা এলাকায় পঞ্চায়েত,হাসপাতাল,ফাঁড়ি ও বেশ কয়েকটি স্কুল থাকলেও খোলা জায়গায় মনীষীদের কোনো মূর্তি স্থাপিত ছিলনা। তার জন্যই এই উদ্যোগ বলে পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছেন।