নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: জানুয়ারি ২৪,শুক্রবার :: ২৪শে জানুয়ারি২০২৫ শুক্রবার থেকে আবার দুয়ারে সরকার। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে ব্লকে হবে দুয়ারে সরকার প্রকল্পের বিশেষ ক্যাম্প।
মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত নটি পঞ্চায়েতে আগামীকাল অর্থাৎ ২৪ শে জানুয়ারি থেকে পর্যায়ক্রমে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দুয়ারে সরকার। পাশাপাশি খাণ্ডঘোষ ব্লকে ১০ টা পঞ্চায়েত এলাকায় হবে বিশেষ ক্যাম্প।
এই নবম পর্যায়ে দুয়ারে সরকার থেকে নাগরিকরা কি কি সুবিধা পাবেন এবং কোন দিন কোন পঞ্চায়েত দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে তাও তিনি জানান।