নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: জানুয়ারি ২৪,শুক্রবার :: ক্রেতা সেজে প্রায় সাড়ে চার লক্ষ টাকার সোনার অলংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা শহরের গৌড় রোড এলাকায় প্রিয়া রায় নামে এক বিধবা মহিলা দোকানটি চালান। গত দুই বছর আগে তার স্বামী প্রয়াত হয়েছেন।
দুই ছেলে মেয়েকে পড়াশোনার পাশাপাশি সংসারের দায়িত্ব ঘাড়ে নিয়ে নিজেই দোকানদারি করেন ওই মহিলা। তিনি জানান, মেয়ের বিয়ের গয়না দেখতে এসে এক হিন্দিভাষী ক্রেতা প্রায় সাড়ে চার ভরি ওজনের সোনার অলংকার নিয়ে চম্পট দেয়। তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্বর্ণ অলংকারের বাজার মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা।
খবর পেয়ে দোকানে পৌঁছান বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার। তিনিও পুলিশকে আবেদন করেন চুরি যাওয়া অলংকার উদ্ধার করার জন্য। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।