নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২৫,জানুয়ারি :: মেমারিতে নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো। মেমারি দু নম্বর ব্লকের বিজুর দু (২)নম্বর গ্রাম পঞ্চায়েত ও বিজুর এক(১) নম্বর গ্রাম পঞ্চায়েতে শুক্রবার থেকে নবম পর্যায়ে দুয়ারে সরকার থেকে সাধারণ নাগরিকরা ৩৭ টি সুবিধা গ্রহণ করছেন।
পাশাপাশি লোকসংগীত মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের প্রকল্প ধরছেন শিল্পীরা। লক্ষী ভান্ডার, বার্ধক্ষ ভাতা, বিধবা ভাতা, শস্য বীমা, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, চোখের আলো, বাংলার বাড়ি সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন।
এই দুয়ারে সরকার উপস্থিত ছিলেন মেমারি দু’নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য, পয়েন্ট বিডিও সব্যসাচী দাস, মেমারি দু’নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ সঞ্জয় মন্ডল, বিজুর দু’নম্বর পঞ্চায়েত প্রধান মিঠু সাঁতরা, উপপ্রধান আইয়ুব নবী মল্লিক, বিশিষ্ট সমাজসেবী দীনবন্ধু ঘোষ সহ আরো অনেকে।