নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: সোমবার ২৭,জানুয়ারি :: গোপন সূত্রে খবর পেয়ে ১০ হাজার টাকার জাল নোট সহ মাঝরাতে গ্রেফতার দুই ধৃতরা হলেন সনাতন মণ্ডল বয়স ৩৮ সেখ মহিববার বয়স ২৪ ।

ধৃত সেখ মহিববার
উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার হাড়োয়া ও রাজারহাট রোডের জোকারবিল এলাকা থেকে গ্রেফতার হয় ওই দুই যুবক মোট ১০ হাজার টাকা উদ্ধার সব কটিই ১০০ টাকার নোট ছিল।
এদের সঙ্গে জাল নোট কারবারিদের যোগসূত্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ ত ধূত দুইজনকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে ৭,দিনের পুলিশ হেফাজত আবেদন জানিয়েছে হাড়োয়া থানার পুলিশ ।