সুন্দর বনে কল আছে জল নেই পুকুরের জলই ভরসা পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: সোমবার ২৭,জানুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর চাড়ালখালি, চার নম্বর ,কাছারি বাড়ি এলাকায় এখনো পর্যন্ত এই বর্তমান সভ্য মানবতার যুগে দাঁড়িয়ে ঠিক সেই আদিম মানুষের ন্য়য় এখনো পর্যন্ত পুকুরের জল পান করে বেঁচে আছেন দুই থেকে আড়াই হাজার পরিবার।

সেখানকার স্থানীয় মানুষজন তারা জানাচ্ছেন বামফ্রন্ট আমলে  তিন বিঘা জমির উপরে একটি পুকুর খনন করে করেছিলেন সেখানে জল ধারণ করে রাখা হতো সম্পূর্ণ খোলা আকাশের নিচে আজও সেই পুকুরের জল খেয়ে দীর্ঘ ৩৫ থেকে ৪০ বছর ধরে এই ভাবেই তারা বেঁচে আছেন।

খোলা ময়লা আবর্জনায় ভর্তি এই ফিল্টার চেম্বারের জল খেয়ে মানুষ বেঁচে আছে।দীর্ঘদিন ধরে ব্লক প্রশাসনকে জানিয়ে ও কোন সুরাহা মেলেনি এমনই অভিযোগ করছেন এলাকার মানুষজন থেকে মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + nine =