নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: সোমবার ২৭,জানুয়ারি :: প্রতিবছরের ন্যায় এবারো মাঘ মাসের পঞ্চমী তিথিতে পূজিত হবে বিদ্যার দেবী সরস্বতী। পূজা উপলক্ষে শীতকে উপেক্ষা করে প্রতিমা তৈরিতে ব্যস্ত দক্ষিন দিনাজপুর জেলার মৃৎশিল্পীরা। আর ৭ দিন বাদে জ্ঞানের আলো ছড়াতে আসবেন বিদ্যার দেবী তথা বাগদেবী মা সরস্বতী।
তাই মৃৎশিল্পীদেরও বিশ্রামের সময় নেই। নাওয়া খাওয়া ভুলে দিনরাত প্রতিমা তৈরিতে ব্যস্ত তারা। দক্ষিণ দিনাজপুর জেলার আটটি থানার অন্তর্গত জেলার শহর ও গ্রামের পালপাড়ায় মৃৎশিল্পীরা তৈরি করছে ছোট-বড় বিভিন্ন আকারের প্রতিমা।
খড় ও মাটি দিয়ে তৈরি প্রতিমার গায়ে দেয়া হচ্ছে মাটির প্রলেপ। চলছে রোদে শুকিয়ে রঙ ও অলঙ্কার পরানোর কাজ।
দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃৎশিল্পী জয় পাল জানান, “সারা বছরই বিভিন্ন প্রতিমা তাঁরা তৈরি করেন। আগামী ৩ ফেব্রুয়ারি সরস্বতী পূজা। সেই উপলক্ষে সরস্বতীর প্রতিমা বানাচ্ছি।
এক একটি প্রতিমা ২০০ টাকা থেকে ১২-১৫ হাজার টাকায় বিক্রি করা হবে। অনেকেই তাদের পছন্দ মতো প্রতিমার অর্ডার দিচ্ছেন”l
আপাতত মৃৎশিল্পীদের কর্ম ব্যস্ততা তুঙ্গে আর ৭ দিন বাদে বিদ্যার দেবী তথা বাগদেবীর আরাধনায় নতজানু থাকবে সকলে। অন্যদিকে, সরস্বতী পুজো মানে বাঙালির “ভ্যালেন্টাইন্স ডে”। তাই আজ শেষ রবিবার ছেলেমেয়ে উভয়ই সরস্বতী পুজোর প্রাক্কালে বিভিন্ন নামিদামি পার্লারে মাঞ্জা দিতে ব্যস্ত।
সর্বশেষে বলাই বাহুল্য, দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সরস্বতী প্রতিমা তৈরীর ব্যস্ততা এখন মৃৎশিল্পীদের ঘরে। অন্যদিকে, পুজোকে ঘিরে যারপরনাই মেতে উঠেছে ৮ থেকে ৮০ সকলেই।