নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বৃহস্পতিবার ৩০,জানুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাটের মহকুমার হিঙ্গলগঞ্জ থানা এলাকার ঘটনা । বছর ১৩ নাবালিকা বাড়িতে একা ছিল ।
মা বাবা না থাকার সুবাদে সেই সুযোগে প্রতিবেশী বছর ২৩ যুবক ঘরে ঢুকে জোরপূর্বক ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। শারীরিক অবনতি হলে বাড়িতে বাবা মা ফিরে আসলে পুরো ঘটনা জানায়।
নাবালিকাকে সঙ্গে নিয়ে সোজা বাবা-মা হিঙ্গলগঞ্জ থানায় এসে ওই যুবকের বিরুদ্ধে পকসো আইনে ধর্ষণের অভিযোগ করেন। যুবক কর্মসূত্রে ব্যাঙ্গালোরে ছিল কয়েকদিন আগে বাড়িতে ফিরেছে তারপর সুযোগ বুঝে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ । যুবককে গ্রেফতার করেছে পুলিশ ওই নাবালিকাকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয় ।