নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: বৃহস্পতিবার ৩০,জানুয়ারি :: আবাস যোজনার টাকা তোলা,ফেরীঘাটের টাকা তছরুপ,একাধিক নারী সঙ্গে জড়িত দলীয় নেতা ! একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের অঞ্চল সভাপতির অপসারণের দাবিতে হাড়োয়া থানার গোপালপুর ২ অঞ্চলে পোস্টার। পোস্টারের নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মী বৃন্দ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বুধবার রাতের অন্ধকারে গোপালপুর ২ অঞ্চলের আমতা,খাটরা, পুকুরিয়া সহ বিভিন্ন এলাকায় একাধিক পোষ্টার মারে কে বা কারা। নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মী বৃন্দ।পোস্টারে লেখা আবাসের টাকা তোলাবাজ অঞ্চল সভাপতির অপসারণ চাই, ফেরিঘাটে টাকা তছরুপের বাগবুল তুমি হিসাব দাও,মদ্যপ, একাধিক নারীসঙ্গে জড়িত অঞ্চল সভাপতির অবিলম্বে অপসারণ চাই।