ভবানীপুর গ্ৰামের বাসিন্দা সতীনাথ লোহার (৪৮) এর জি বি এস উপসর্গ নিয়ে মৃত্যুতে শোকের ছায়া।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধনিয়াখালি :: বৃহস্পতিবার ৩০,জানুয়ারি :: ধনিয়াখালি ব্লকের খাঁজুরদহ মিল্কি গ্রাম পঞ্চায়েত এলাকার ভবানীপুর গ্ৰামের বাসিন্দা সতীনাথ লোহার (৪৮) এর জি বি এস উপসর্গ নিয়ে মৃত্যুতে শোকের ছায়া।

গত কয়েকদিন ধরে শারীরিক ভাবে দুর্বল হয়ে পরে।তাকে ধনেখালী গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কোলকাতা যাওয়ার পথে স্থানীয় চিকিৎসক ডাঃ শুভ্র ভট্টাচার্য কে দেখানোর পর চিকিৎসক প্রথমেই জি বি এস এর উপসর্গ সন্দেহ করে।

সেইমত আজ সকালেই পরিবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার মরদেহ গ্ৰামে এসে পৌঁছায়। মৃতের ভাইপো ধীমান লোহার বলেন, দু দিন ধরে পায়খানা হবার পর এখান থেকে ঔষধ খায়।

তারপরের দিন দুপুর থেকে পায়ের ভারসাম্য হারাতে থাকে। তারপর সেখান থেকে ধনিয়াখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজকে তাকে কলকাতায় পাঠানো হয়। তবে অন্য কোন রোগ নয় শ্বাস কষ্ট থেকেই ওনার মৃত্যু হয়েছে। আগে থেকেই ওনার শ্বাসকষ্ট ছিল বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =