নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদা :: শুক্রবার ৩১,জানুয়ারি :: মালদা ইংরেজ বাজার থানা উত্তর কৃষ্ণ পল্লীর বাসিন্দা অনিতা ঘোষ (৬০)। সোমবারের দিন কুড়ি জন আত্মীয়-স্বজনকে নিয়ে গাড়িতে করে মহা কুম্ভের উদ্দেশ্যে রওনা দেন। এরপর বুধবার স্নান করতে নামেন।
তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারে খবর এসে পৌঁছতে কান্নায় ভেঙে পড়ে সদস্যরা। সঙ্গে যে সমস্ত আত্মীয়-স্বজনরা গিয়েছিলেন সেখানে তাদেরকে ফোন করা হলে তারা জানান অনিতা ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গঙ্গাঘাটে তার চাদর খুঁজে পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই তার ছবি নিয়ে প্রশাসন ও হাসপাতালে খোঁজ শুরু হয়েছে।