নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শুক্রবার ৩১,জানুয়ারি :: বিধাননগর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের একাধিক বিল্ডিং পার্শ্ববর্তী বিল্ডিং এর দিকে হেলে পড়েছে এবং একটি বিল্ডিং এর কার্নিশ ছুঁয়েছে অপর একটি বিল্ডিং এ ।। সব বিল্ডিং গুলির বয়স সাত থেকে আট বছর।।
এই অঞ্চলের পুরনো বাসিন্দারা জানাচ্ছেন মূলত এটি জলাভূমি ছিল এই জলাভূমি গুলি ভরাট করে ছোট টালি এবং এডভেস্টারের বাড়ি তৈরি করা হয়েছিল।। কিন্তু পরবর্তীকালে প্রোমোটারের দৌরাত্তে ছোট বাড়ি গুলি ভেঙে তৈরি করা হয়েছে তিন তলা, চার তলা বিল্ডিং।। ফলে বিল্ডিং গুলি হেলে পড়ার ঘটনা ঘটেছে।