নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ৩১,জানুয়ারি :: অবৈধভাবে বাংলাদেশের যাবার সময় ৩ বাংলাদেশীকে গ্রেপ্তার করে বসিরহাট আদালতে পাঠালো ।
স্বরূপনগর থানা পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা তিনজনই বাংলাদেশের নাগরিক তারা কলকাতার বিভিন্ন এলাকায় কাজ করতো গতকাল রাতে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার সময় বিঠারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদা জলের ট্যাংকির কাছ থেকে তাদেরকে আটক করে স্বরূপনগর থানার পুলিশ।
ধৃতদের নাম কামরুল ইসলাম মোড়ল যশোর, ছকিনুর বেগম বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা নিলুফা খাতুন বাড়ি বাংলাদেশের যশোর জেলা। বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদোহা থেকে তাদেরকে আটক করে স্বরূপনগর থানার পুলিশ পরে আজ তাদেরকে গ্রেফতার করে বসিরহাট আদালতে পাঠালো স্বরূপনগর থানা