নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ৩১,জানুয়ারি :: বালিখাল মিনি বাস স্ট্যান্ডে এলাকায় ঝুপড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮ টি ইঞ্জিন। আগুনে ভস্মিভূত ৬-৭ টি দোকান ও হোটেল।
বালি ব্রিজের নিচে আগুন লাগায় ব্রিজের ক্ষতির সম্ভবনা। ঝুপড়ির পাশেই ছিল ১০ নম্বর রুটের মিনি বাসস্ট্যান্ড। বহু বাস দাঁড়িয়ে ছিল সেই সময়। তবে আগুনের খবর পেয়ে একে একে সব বাস সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলে অল্পের জন্য রক্ষা পায়।