নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ৩১,জানুয়ারি :: হাওড়া ডোমজুড়ে বাঁকড়া নিউ মন্ডল পাড়া একটি চেয়ার তৈরির কারখানায় মধ্যে এক শ্রমিক কে হাত-পা বেঁধে নৃশংস ভাবে খুন । আশঙ্কা জনক অবস্থায় আর এক শ্রমিককে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে। প্রাথমিকভাবে জানা গেছে জাগজিত আনসারী মৃত এবং আর একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
গত দশ বারো দিন আগে বাঁকড়া নিউ মন্ডল পাড়ায় একটি চেয়ার তৈরির কারখানায় কাজে যোগ দেন ঝাড়খণ্ডের দুই শ্রমিক। সকালবেলা অন্যান্য শ্রমিকরা দেখতে পায় কারখানার মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত জাগজিত আনসারী এবং আর তার সহকর্মী |
এই পরিস্থিতি দেখে তড়িঘড়ি বাঁকড়া ফাঁড়ির পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসে মৃত ব্যক্তিকে ময়নাতদন্তে পাঠায় এবং অপরজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে ডোমজুড় থানার পুলিশ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মধ্যরাত্রে দুজনের মধ্যে বচসা এবং তারই জেরে এই খুন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তবে পুরো ঘটনা খতিয়ে দেখছে ডোমজুড় থানার পুলিশ।