নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: শনিবার ১,ফেব্রুয়ারি :: বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মিভূত বাড়ি দোকান পোল্ট্রিফার্ম। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লালুগছ এলাকায়। অল্পের জন্য প্রাণে বাঁচলো পরিবারের সদস্যরা। পুরনো শত্রুতার জেরেই এই আগুন, না শর্ট সার্কিটে আগুন লেগেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে কার্তিক দাস নামে এক ব্যক্তির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন । খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে। দমকল বাহিনী পৌঁছানোর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়।
পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বাড়ি মালিকের অভিযোগ এর আগেও দুইবার কেউ বা কারা পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দিয়েছিল। ওই ঘটনায় থানায় অভিযোগ করলেও এখনো পর্যন্ত কোন সুরাহা হয়নি। আজ আবার ওই ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে।