নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ১,ফেব্রুয়ারি :: মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের মাঝেরটারি এলাকায় আগুনে ভস্মীভূত হয়ে গেলো দুটি বাড়ি।স্থানীয় সূত্রে জানা গেছে পেট্রোল ডিজেলের ব্যবসা করতো বিমল অধিকারী।
আর সেই পেট্রোল ডিজেল থেকেই আগুন লাগে।আগুনে ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি।বাড়িতে থাকা সোনার অলঙ্কার,টাকা সহ পুড়ে ছাই গোটা বাড়ি।খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের প্রায় ৪ টি ইঞ্জিন।আগুন নিয়ন্ত্রণে আনে ।