নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১,ফেব্রুয়ারি :: বাংলা আবাস যোজনা, মিশন নির্মল বাংলা, কর্মশ্রীর মতো প্রকল্পগুলিতে রাজ্যকে পুরস্কৃত করেছে কেন্দ্রীয় সরকার। তা সত্ত্বেও ২০২১সালের পর থেকে রাজ্য সরকারকে পঞ্চায়েত স্তরের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সহায়তা বন্ধ।
এটি সম্পূর্ণভাবে বঞ্চনা করা হচ্ছে রাজ্যের মানুষের সাথে বলে ক্ষোভ প্রকাশ করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। এই প্রতিকুলতা সত্ত্বেও আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সরকারের নিজস্ব তহবিল থেকে টাকা দিয়ে পঞ্চায়েত স্বরে কাজ চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন তিনি।
পূর্ব বর্ধমান জেলায় পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন কাজকর্মের পর্যালোচনা বৈঠক করতে জেলা সফরে আসেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার ও দপ্তরের প্রধান সচিব পি উলগানাথন। বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে পঞ্চায়েত স্তরের আধিকারিক ও জন প্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
পঞ্চায়েত দপ্তরের কাজগুলিকে ত্বরান্বিত করাই বৈঠকের মূল উদ্দেশ্য বলে জানা গিয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ টাকা পঞ্চায়েতি প্রকল্পে সঠিক ভাবে খরচ করার পরামর্শ দেন মন্ত্রী প্রদীপ মজুমদার।