চাষবাস আর মাটির দেবদেবীর মূর্তি গড়ে সংসার চালান দেবলা সর্দার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ১,ফেব্রুয়ারি :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়াতে বছর ৩৮ এর দেবলা সরদার দুস্থ পরিবারের ছেলে মেয়ের পড়াশোনা চালাতে সংসারে হাল ধরেছেন দেবলা দেবী।

সারা বছর মাঠে গিয়ে বিভিন্ন সবজির চাষ করে জীবিকা নির্বাহ করেন কিন্তু ছোটবেলা থেকে তার হাতের মাটির কাজে রং তুলি দিয়ে গড়ে তোলেন সরস্বতী ঠাকুর। প্রায় শতাধিক সরস্বতী ঠাকুর হাতের শিল্পকলা সুন্দর বাগদেবী জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিমা নিয়ে যায়।

বছরের এই দিনটাতে অপেক্ষা করে থাকেন কবে সরস্বতী পুজো আসবে । তার একমাস আগের থেকে কর্মযজ্ঞে নেমে পড়েন একদিকে যেমন সরস্বতী ঠাকুর তৈরি করে নজর কাড়ছেন স্বামী নারায়ণ সরদার তিনিও একজন পটুযা ।

সারা বছর দুর্গা কালী তৈরি করেন দেবলা দেবী জানান এই অর্থ দিয়ে সংসার ছেলেমেয়েদের পড়াশুনার খরচ যোগাড় করেন শিল্পী দেবলা দেবী একদিকে মাঠে কাজ সংসার সামলিয়ে তিনি সরস্বতী ঠাকুর তৈরি করে চলেছেন তার প্রশংসায় সুন্দরবনের প্রান্তিক মানুষেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 11 =