কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১,ফেব্রুয়ারি :: “ভাষা দিয়ে সংহতি গড়বো”এই স্লোগানকে সামনে রেখে সামসী কলেজ ময়দানে শুরু হল পঞ্চম মালদা জেলা গ্রামীণ বইমেলা।
চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।বইমেলার উদ্বোধন করেন নাট্যকার পরিমল ত্রিবেদী।এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন সহ বিশিষ্টজনেরা।
এদিন সামসি রেলওয়ে স্টেশন থেকে সামসী কলেজ ময়দান পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারে বিশেষ ট্যাবলো,ফেস্টুন,ব্যানার নিয়ে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রায় পা মেলায় সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, সমাজসেবী সংগঠনের সদস্যরা,চাচোল ২ নং ব্লকের আনন্দধারা সদস্যরা ও বই প্রেমীরা।
বইমেলায় উদ্বোধনের দুপুরে দেখা যায় পাঁচ ছয়টি বইয়ের স্টল বই সাজিয়ে রেখেছে,বাকি স্টল গুলো ফাঁকা।তবে বইমেলা কমিটির সম্পাদক তথা চাঁচল ২ নম্বর ব্লকের বিডিও সান্তনু চক্রবর্তী জানান, বিভিন্ন প্রকাশকের উপস্থিতে বইমেলার স্টলের লটারি হয়ে গেছে।
প্রকাশকরা চলে এসছেন। বইমেলার প্রথম দিন দূর দুরান্ত থেকে প্রকাশকরা এসেছেন, তাই স্টল সাজাতে দেরি হচ্ছে। এছাড়াও তিনি জানান বইমেলার পাঁচ দিনই থাকবে নানা অনুষ্ঠান।যেমন বক্তব্য নৃত্য,সংগীত,কুইজ,অংকন, আবৃত্তি,নাটক,যেমন খুশি সাজো,ছৌনাচ,আদিবাসী নৃত্য ।