সরকারী “পঞ্চম গ্রামীণ বইমেলা” শুভারম্ভ হল মালদহে

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১,ফেব্রুয়ারি :: সরকারী “পঞ্চম গ্রামীণ বইমেলা” উপলক্ষে সামসী রেল স্টেশন থেকে সামসী কলেজ মাঠ পর্যন্ত উদ্বোধনী শোভাযাত্রার মধ্য দিয়ে বইমেলা শুভারম্ভ হল ।

উপস্থিত ছিলেন মালতীপুর বিধানসভার বিধায়ক তথা মালদা জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রাহিম বক্সী , চাঁচল-২ বিডিও , এসডিও , চাঁচল-২ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ সদস্যগণ,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গণ সহ বিভিন্ন ছাত্র-ছাত্রী সমস্ত শিক্ষক মন্ডলীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =