নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: সোমবার ৩,ফেব্রুয়ারি :: ক্রান্তি ব্লকের উত্তর বারঘরিয়া চেল নদীর পাড়ে সাতসকালে পাশের জঙ্গল থেকে বেরিয়ে খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে এক দাঁতাল হাতি।তবে জঙ্গল লাগোয়া বস্তি সংলগ্ন এলাকায় খাবারের খোঁজে প্রতিনিয়ত হাতির আনাগোনা চোখে পড়ে।
বনকর্মীদের অনুমান হাতিটি এক চোখে কম দেখার জন্য হিংস্র হয়ে এদিক ওদিক ছোটাছুটি করে।হাতিটিকে দেখতে নিমিষেই প্রচুর মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে বন কর্মীরা তৎক্ষণাৎ ছুটে আসে এবং হাতিটিকে জঙ্গলমুখী করে দেওয়ার চেষ্টা চালায়।
ডামডিম এলাকার ১৫নম্বর সেকশনের কাছে হাতিটিকে কিছুক্ষণ দেখা গেলেও মুহূর্তের মধ্যেই অন্যত্র চলে যায়। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং বনদপ্তর কর্মীরা।