হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ ওরফে লাল সাহেবের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: সোমবার ৩,ফেব্রুয়ারি :: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ ওরফে লাল সাহেবের। বয়স হয়েছিল ৭২। ২০১১ সালে তিনি প্রথম বিধায়ক হন। পরের বার বাম-কংগ্রেস জোটের কাছে হারলেও ২০২১ সালে ফের বিপুল ভোটে জয়ী হন।

তিনি তৃণমূলের কৃষ্ণনগর সাংগানিক জেলার চেয়ারম্যানের পদও সামলেছেন। পরিবার সূত্রের খবর, শনিবার রাত প্রায় ১১:৫০টা নাগাদ হঠাৎ তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। পলাশী মীরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর স্ত্রী ও তিন সন্তান বর্তমান।

তার এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস থেকে শুরু করে নদীয়ার সমস্ত বিধায়করা। ইতিমধ্যেই নদীয়ার কালীগঞ্জের বাসভবনে আসতে শুরু করেছেন জেলার সমস্ত তৃণমূল নেতৃত্ব। লাল সাহেবের মৃত্যুতে নদীয়ার কালিগঞ্জ বিধানসভা অপূরনীয় ক্ষতি বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =