ট্যানারিতে পাইপলাইন পরিষ্কার করতে নামাই কাল। লেদার কমপ্লেক্সের বানতলায় মৃত্যু হল কেএমডিএ-এর তিন শ্রমিকের।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: সোমবার ৩,ফেব্রুয়ারি :: ট্যানারিতে পাইপলাইন পরিষ্কার করতে নামাই কাল। লেদার কমপ্লেক্সের বানতলায় মৃত্যু হল কেএমডিএ-এর তিন শ্রমিকের। ইতিমধ্যেই দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, ট্যানারির বর্জ্যের দুর্গন্ধে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে শ্রমিকদের।

রবিবার সকালে লেদার কমপ্লেক্সের ৪৫২ নম্বর প্লটে ট্যানারির পাইপলাইন পরিষ্কার করতে যান শ্রমিকরা। সূত্র মারফত জানা গিয়েছে, পাইপলাইন পরিষ্কার করতে নামার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ফারজেম শেখ, হাসি শেখ ও সুমন সর্দার নামে তিন শ্রমিকের কেউই ওঠেননি। এতেই সন্দেহ হয়।

পরবর্তীতে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় লেদার কমপ্লেক্স থানার পুলিশ ও উদ্ধারকারী দল। উদ্ধার হয় তিন যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।ইতিমধ্যেই দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ভিতরে আর কেউ আটকে পড়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =