কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৩,ফেব্রুয়ারি :: সরস্বতী পূজোয় সম্প্রীতির বার্তা। মালদা শহরের কৃষ্ণপল্লী লাইব্রেরি মাঠে হিন্দু মুসলিম উভয় ধর্মের সমন্বয়ে পূজিত মা সরস্বতী। রবিবার সন্ধ্যায় ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সুভাষ সংঘের ২৪তম বর্ষের মা সরস্বতী পুজোর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা যুব নেতা তথা বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার।
সঙ্গে ছিলেন ক্লাব সভাপতি নবকুমার রায়, সম্পাদক বিশাল সাহা, সহ-সম্পাদক জামাল শেখ, কৌশিক দাস, সমাজসেবী মহঃ অভিষেক, পার্থ মুখার্জী, মৃত্যুঞ্জয় কুন্ডু, কার্তিক দাস সহ বিশিষ্ট অতিথিবর্গ। হিন্দু মুসলিম উভয় ধর্মের যুবক ও স্থানীয় মানুষরা দীর্ঘদিন ধরে এই পুজো করে আসছেন বলে জানান তারা।
তেমনি মুসলিম সম্প্রদায়ের কোন উৎসবে হিন্দু সম্প্রদায়ের মানুষরা গিয়ে সেই এলাকায় একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব পালন করে। তাই কৃষ্ণপল্লি লাইব্রেরী মাঠে সুভাষ সংঘের সরস্বতী পুজোর সম্প্রীতির বার্তার দৃষ্টান্তের একটি অন্য নজির।