সরস্বতী পুজ উপলক্ষ্যে রাতভর মালদা টাউন স্টেশন সংলগ্ন এলাকায় সাধারণ মানুষকে খিচুড়ি – সবজি চাটনি খাওয়ানোর ব্যবস্থা করলো লায়ন্স ক্লাব

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৩,ফেব্রুয়ারি :: সরস্বতী পুজ উপলক্ষ্যে রাতভর মালদা টাউন স্টেশন সংলগ্ন এলাকায় সাধারণ মানুষকে খিচুড়ি – সবজি চাটনি খাওয়ানোর ব্যবস্থা করলো লায়ন্স ক্লাবের কর্মকর্তারা।

রবিবার রাতে মালদা টাউন স্টেশনের যাত্রী থেকে ভবঘুরে এবং গরিব মানুষদের এই খাবার বিলির আয়োজন উপস্থিত ছিলেন লায়ন তমাল সিনহা প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অফ মালদা আহান। লায়ন স্নেহজ্যোতি আগারওয়ালা প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অফ মালদা হারমোনি। লায়ন মৌসুমী চক্রবর্তী প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অফ মালদা প্ল্যাটিনাম।

প্রেসিডেন্ট অফ মালদা স্মাইল জোন চেয়ারপার্সন লায়ন কাঞ্চন সেন সংশ্লিষ্ট ক্লাবের চারটি শাখা সংগঠনের সদস্যরা। এদিন এক হাজারেরও বেশি মানুষকে খিচুড়ি ও সবজি চাটনি খাওয়ানো হয়। “ফুড ফর অল” নাম দিয়ে এই কর্মসূচি আয়োজিত হয়েছে।

লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট মৌসুমী চক্রবর্তী জানিয়েছেন, গত কয়েক বছর ধরেই সরস্বতী পুজো উপলক্ষে স্টেশনে সাধারণ যাত্রী থেকে গরিব মানুষদের জন্য এই খাবার বিলির কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবারেও সরস্বতী পুজে উপলক্ষেই এক হাজারেরও বেশি মানুষকে খিচুড়ি ও সবজি চাটনি বিলি করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − twelve =