কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৪,ফেব্রুয়ারি :: মালদার হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইটা ঘাটি এলাকা থেকে চার বাংলাদেশিকে আটক করল বিএসএফ। সোমবার ভোর রাতে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। সেই সময় ওই এলাকায় প্রহরারত বিএসএফের ৮৮ নম্বর ব্যাটেলিয়নের, জাওয়ানরা এদের আটক করে।
এদের নাম মাহাম্মদ বাবু,, মোহাম্মদ দারুলহোদা, মোহাম্মদ মকুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল হালিম | প্রত্যেকের বাড়ি বাংলাদেশের চাঁপাই-নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত রোকনপুর এলাকায়। এদেরকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ । ভরা কুয়াশার সুযোগ নিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল।