কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৪,ফেব্রুয়ারি :: বামনগোলা ব্লকের, মদনাবতী সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজ মঙ্গলবার ছিল সমবায় সমিতির নমিনেশন । কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নমিনেশন জমা পরে।
এই নমিনেশনে নয়টি ভোট মেম্বার ছিল যেখানে দেখা গিয়েছে নয়টিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয় সেখানে দেখা গিয়েছে, বিরোধী কোন দলের প্রার্থী না থাকায় তৃণমূলের নয় জন প্রার্থীকে জয়ী ঘোষনা করেন সমবায় সমিতির নির্বাচনের আশা আধিকারিকেরা।
এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি, বামনগোলা ব্লক সভাপতি অশোক সরকার, এছাড়াও অমল কিস্কু সহ তৃণমূলের অন্যান্য নেতা কর্মী সমর্থকরা।
জেলা সভাপতি রহিম বক্সী বলেন,আজ মঙ্গলবার বামনগোলা ব্লকের মদনাবতী সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজ ছিল নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার দিন।নমিনেশন এর আগে দেখা গিয়েছিল বিরোধীরা জানাচ্ছিল তারা ভোটে জিতবে ।
আজ দেখা নেই, নমিনেশনে উপস্থিত নেই বিরোধীরা কেউ। বিরোধীশূন্য হিসেবে তৃণমূলের ৯ জন প্রার্থী জয়ী হয়েছে তৃণমূল সরকার, তথা মমতা ব্যানার্জি সরকার মানুষের পাশে থাকেন মানুষের হয়ে কাজ করেন, তাই আজ নমিনেশনের দিন বিরোধীশূন্য হয়ে তৃণমূলের জয় হয়েছে।