সরস্বতী পুজোয় নানা জায়গায় বাধা , প্রতিবাদে পথ অবরোধ সনাতনীদের মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলিতে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ৫,ফেব্রুয়ারি :: মৌলবাদীদের বাধার কারণে বেশ কিছু জায়গায় সরস্বতী পুজোয় ব্যাঘাত ঘটে। কোনো কোনো জায়গায় পূজাও হয়নি। হরিণঘাটা, যোগেশচন্দ্র ল কলেজের দৃষ্টান্তকে তুলে ধরে তার প্রতিবাদে মঙ্গলবার রাতে সনাতনীদের উদ্যোগে

পথ অবরোধ ও মশাল মিছিল অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের পরাণপুর থেকে জাহান্নগর মোড় এলাকা পর্যন্ত। অবরোধের কারণে বেশ কিছুক্ষণ যানজট তৈরী হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এদিন বিশাল পুলিশবাহিনীকে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 12 =