নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৮,ফেব্রুয়ারি :: মালদা জেলা জুড়ে বেড়েই চলেছে বিহারের দুষ্কৃতীদের তান্ডব এবার মালদার কালিয়াচকে রাস্তার ধার থেকে দুটি নামিদামী কোম্পানির উন্নতমানের চার চাকার গাড়ির চুরি করে পালালো দুষ্কৃতীর দল ।
অত্যন্ত আধুনিক এই চারচাকার গাড়ির চুরি করাতেও বিহারি দুষ্কৃতীদের যোগ দেখছে পুলিশকর্তারা। গত ৩ ফেব্রুয়ারি এই চুরির ঘটনার পর কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গাড়ির মালিক মহম্মদ সাকিব হোসেন এবং রাজু আলি।
ঘটনার চারদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ওই দুইজনের একটি সাদা এবং একটি কালো রঙের মাহিন্দ্রা কোম্পানির স্করপিও এস-টেন এবং এস -ইলেভেন মডেলের গাড়ি খোঁজ চালাতে পারে নি পুলিশ। দুটো গাড়ির বর্তমান মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বলেও জানিয়েছেন মালিকেরা।
যদিও অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কালিয়াচক থানার পুলিশ তদন্তে নেমেছে। মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব তিনি জানিয়েছেন আমরা অভিযোগ পেয়েছি পুরো বিষয়টি খতিয়ে দেখছি।