নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: রবিবার ৯,ফেব্রুয়ারি :: কারখানায় ঢুকে দুস্কৃতি দের তাণ্ডবের ঘটনায় উত্তপ্ত কাঁকসার বিরুডিহায় জাতীয় সড়কের পাশের একটি বেসরকারি অক্সিজেন সাপ্লাইয়ের কারখানা চত্বর। উত্তেজনার খবর ছড়িয়ে পড়তেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।
কারখানার আধিকারিক রা জানিয়েছেন,একদল মানুষ হটাৎ এসে কারখানায় ভাঙচুর চালায়।কারখানার বেশ কয়েকজনকে মারধর করে।কাজ বন্ধ করে দেয়।যার কারণে সকলেই আতঙ্কিত হয়ে পড়ে ও কাজ বন্ধ হয়ে যায়।আধিকারিকরা জানিয়েছেন,তারা দুর্গাপুর সহ বিভিন্ন জেলায় অক্সিজেন সাপ্লাই করেন।
কোথাও কোনো হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সময়ে না পৌঁছালে অনেক রুগীর মৃত্য ঘটতে পারে।দুস্কৃতিদের তাণ্ডবে শ্রমিকরা আতঙ্কের জেরে কাজ বন্ধ করে ভয়ে বাইরে বেরিয়ে যায়।কাজ বন্ধ থাকায় বিভিন্ন জেলায় বন্ধ থাকে অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই।
ফলে একদিকে বড়সড় ক্ষতির মুখে যেমন পড়তে হয়েছে তেমন শ্রমিকদের আবার সাহস জুগিয়ে কাজে ফেরাতে সমস্যায় পড়তে হয় তাদের।তারা জানিয়েছেন কাঁকসা থানার পুলিশ কারখানা কর্তৃপক্ষের পাশে থাকার আশ্বাস দিলে ফের দুপুর ৩টে থেকে শুরু হয় কাজ।