কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১১,ফেব্রুয়ারি :: বাইকের সঙ্গে সাইকেলের ধাক্কা। মৃত দুই। গুরুতর আহত দুই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৯ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা গ্রাম পঞ্চায়েতের দ্বেগুন গ্রামে বিপিএল ইঁট ভাটার সামনে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে,মৃত দুই যুবকের নাম অখিলেশ যাদব (৩৫) ও রীতেশ মন্ডল (২৮)। অখিলেশের বাড়ি দ্বেগুন এলাকায়। তিনি ছিলেন ইঁট ভাটা শ্রমিক। রীতেশের বাড়ি হরিশ্চন্দ্রপুরের দক্ষিণ গৌরিপুরে। গুরুতর আহত হয়েছেন দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা প্রতাব ব্যাদ (২৫) ও সুজীত মন্ডল (২৩)।
দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ভালুকা ফাঁড়ির পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে করে তিন বন্ধু প্রতাব, সুজীত ও রীতেশ ভালুকা থেকে হরিশ্চন্দ্রপুরের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে অখিলেশ ইঁট ভাটায় কাজ করে সাইকেল নিয়ে দ্বেগুন এলাকায় বাড়ি যাচ্ছিলেন।
ভাটার সামনে বেপরোয়া গতিতে ছুটে এসে বাইকটি তাকে সজোরে ধাক্কা মারে। স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে মালদহ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক সাইকেল চালক ও বাইক চালককে মৃত বলে ঘোষণা করেন।
আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন। অভিযোগ, লাগামহীন বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনায় দুইজনের প্রাণ গেল।