নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: মঙ্গলবার ১১,ফেব্রুয়ারি :: সোমবার গভীর রাতে এগরা ২ ব্লকের দেশবন্ধু অঞ্চলের রাজেন্দ্রচক গ্রামে এক বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীর ওপর প্রাণঘাতি হামলা চালানোর অভিযোগ উঠল একদল অজ্ঞাত পরিচয় একদল দুষ্কৃতীর বিরুদ্ধে।
মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
আহত মহিলার নাম কাজল প্রামাণিক। এই মুহূর্তে তাঁর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত্রি প্রায় ১টা নাগাদ তপন প্রামাণিকের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা।
পেশায় মৎস্যজীবি তপন ঘটনার সময় বাড়িতে ছিলেন না। দুষ্কৃতীরা তপনের মাটির বাড়ির দেওয়াল ভেঙে ভেতরে ঢোকে। এরপর ঘুমন্ত অবস্থায় তপনের স্ত্রীর ওপর ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারে।
রক্তাক্ত অবস্থায় প্রাণ বাঁচানোর জন্য কাকুতি মিনতি করতে থাকেন কাজল। কিন্তু দুষ্কৃতীরা রীতিমতো পৈশাচিক ভাবে মহিলার ওপর একের পর এক কোপ বসিয়ে যায়।