নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সামশেরগঞ্জ :: বুধবার ১২,ফেব্রুয়ারি :: সামসেরগঞ্জ থানার এক সিভিক ভলেন্টিয়ারের সহযোগিতায় এডমিট খুঁজে পেয়ে পরীক্ষায় বসতে পেলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠে পরীক্ষা দিতে এসে এডমিট হারিয়ে ফেলেন সামশেরগঞ্জের নিমতিতা জিডি ইনস্টিটিউশনের এক মাধ্যমিক পরীক্ষার্থী।
পরীক্ষার শুরুর মাত্র কয়েক মিনিট আগে এডমিট খুঁজে না পেয়ে কার্যত কান্নাকাটি শুরু করে সে। পরীক্ষার হল থেকে বেরিয়ে স্কুল গেট পর্যন্ত ছুটে এসে বিষয়টি সামশেরগঞ্জ থানার সিভিক ভলেন্টিয়ার বিপুল সিংহকে জানায় ওই ছাত্রী। এডমিট টি টোটোতে ফেলে এসেছেন বলে অনুমান করে মাধ্যমিক পরীক্ষার্থী।
ছাত্রীকে নিয়ে বাইকে করে সাজুর মোড়ের দিকে ছুটে যান সিভিক ভলেন্টিয়ার বিপুল সিংহ। বাসুদেবপুর সংলগ্ন এলাকায় টোটোটি দেখতে পেয়ে টোটো চালককে জিজ্ঞেস করেন তারা। তখনই টোটোতেই এডমিট টি পড়ে থাকতে দেখা যায়।
সিভিক ভলেন্টিয়ারের সহযোগিতায় তড়িঘড়ি সেই এডমিটটি নিয়ে সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠে পরীক্ষা সেন্টারে পৌঁছান ওই মাধ্যমিক পরীক্ষার্থী। সিভিক ভলেন্টিয়ার এর বাইকের চেপেই এডমিটটি ফেরত পেয়ে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষায় বসতে পারায় কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরীক্ষার্থী।