নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: বুধবার ১২,ফেব্রুয়ারি :: কলকাতা লেদার কমপ্লেক্স এর ভাটিপোতার এক ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতি হামলা। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। আহত মালেক মোল্লা কলকাতার এক বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে লেদার কমপ্লেক্স থানার পুলিশ।।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বুধবার সকালে ফোন করে একব্যক্তি বাইক নিয়ে মালেক মোল্লার বাড়িতে আসে। কয়েক মিনিটের মধ্যে হঠাৎই বাড়ির ভিতর থেকে চিৎকার শুরু হয়। আশেপাশের লোকজন ঘরে ঢুকতে না ঢুকতেই আততায়ী পালিয়ে যায়।
কলকাতা লেদার কমপ্লেক্স থানায় খবর দিলে পুলিশ এসে আহত মালেক মোল্লাকে কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনায় যথেষ্ট আতঙ্কে পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। নিরাপত্তার অভাবে আতঙ্কে এলাকার সাধারণ মানুষ।